নোয়াখালীতে উন্নয়ন কাজ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফরের মহাপরিচালক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:০০
নোয়াখালীতে উন্নয়ন কাজ পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফরের মহাপরিচালক
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালীতে সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।


২৯ জানুয়ারি, রবিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এখলাশপুরে টিআর কাবিখার আওয়াতাধীন সিসি ঢালাইয়ের কাজ ও এইচ বিবি করণের প্রকল্পের কাজ পরিদর্শন করে কাজের মানের সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।


এসময় এইচ বিবি প্রকল্পের উপ প্রকল্প পরিচালক আওলাদ হোসেন, সেতু কালবার্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. ইসমাইল হোসেন, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহিদ হাসান খান ও বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজসহ কমকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


এর আগে তিনি নোয়াখালীর সুবর্নচরের মুজিব কেল্লা ও সদর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আওয়াতাধীন চলমান বিভিন্ন কাজ পরিদর্শন করেন এবং কাজের মান নির্ণয় করে জেলা উপজেলা কর্মকর্তাদেরও বিভিন্ন নির্দেশনা দেন।


বিবার্তা/সবুজ/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com