
নেত্রকোণার রাজুর বাজার ময়লাকান্দা এলাকায় শওকত মিয়ার রাইস মিলের পাশে থেকে শাফায়াত উল্লাহ (২৮) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে শাফায়াত উল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাফায়াত উল্লাহ বালুয়াখালী এলাকার ওমর ফারুকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও ঘটনার রহস্য উদঘাটনের জন্য কাজ করছে পুলিশ বলেও জানান তিনি।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]