
নিয়মিত গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার সচেতনতা বৃদ্ধিকরণ, বিদ্যুৎ বিল পরিশোধসহ বিভিন্ন কার্যক্রম প্রদর্শনী ও বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পল্লিবিদ্যুৎ সমিতির সদর দপ্তর শ্রীমঙ্গলে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুর রহিমেরে সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, পল্লিবিদ্যুৎ সমিতির সিনিয়র ব্যবস্থাপক প্রকৌশলী মা: শাখাওয়াত হাসান, শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান ব্যবস্থাপক গালাম মাহাম্মদ শিবলী, মহীলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।
এছাড়াও মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ পল্লীবিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর আগামী ৩ বছরর জন্য ১২ জন এলাকা পরিচালক নির্বাচিত হন।
বিবার্তা/রিয়ন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]