শিরোনাম
৯৯৯ এ ফোন পেয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করল পুলিশ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১২:২৭
৯৯৯ এ ফোন পেয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করল পুলিশ
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের উলিপুরে ৯৯৯ এ ফোন পেয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ।


জানা গেছে, বুধবার দিবাগত রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নের গাবুরজান গ্রামে ৫ ছেলে সন্তান থাকার পরও ৭৫ বছর বয়সী বৃদ্ধা দেলজান বেওয়াকে পচণ্ড শীতে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। পরে পুলিশ বৃদ্ধা মাকে উদ্ধার করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির উপস্থিতিতে তার সন্তানদের ডেকে বিষয়টি তাৎক্ষণিক সমাধান করে।


বৃহস্পতিবার দুপুরে উলিপুর থানার ওসি শেখ আশরাফুজ্জামান জানান, বৃদ্ধা মহিলাকে তার মেয়ের জিম্মায় দেয়া হয়েছে। ছেলে সন্তানেরা তার মায়ের ভরনপোষণের অর্থ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। নিয়মিত ওই বৃদ্ধা মহিলার খোঁজখবর রাখা হবে।


বিবার্তা/রাফি/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com