
সিলেটের গোলাপগঞ্জে আমুড়া থেকে ১০৪ পিস ইয়াবাসহ মাহতাব মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি উপজেলার আমুড়া ইউপির ধারাবহর এলাকার মৃত জহির আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলামের নির্দেশনায় পুলিশের টিম উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় অভিযান চালায়। মাদক কেনাবেচার সময় পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক কারবারি মাহতাবসহ আরও ২ থেকে ৩ জন পালিয়ে গেলে চৌকুস অফিসার এসআই লুৎফুর রহমান ও এসআই বিকাশ সরকার তাকে (মাহতাব) আটক করতে সক্ষম হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আটককৃত মাহতাব উপজেলা আমুড়া ইউপিসহ বিভিন্ন স্থানে মাদক সেবীদের কাছে ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ।
বিবার্তা/জামাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]