বান্দরবানে আধুনিক যন্ত্র ব্যবহারে পাল্টে যাচ্ছে কৃষির চিত্র
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ২২:৪৮
বান্দরবানে আধুনিক যন্ত্র ব্যবহারে পাল্টে যাচ্ছে কৃষির চিত্র
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য জেলা বান্দরবানে কৃষি ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বাড়ছে। পাহাড়ের কৃষকদের এসব যন্ত্রের মাধ্যমে চাষাবাদে অভ্যস্ত করে তুলছে কৃষি বিভাগ। বীজ বপন, নিড়ানি, সার দেয়া, ফসল কাটা, মাড়াই, ঝাড়া সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। ফলে উৎপাদনের পরিমান যেমন বাড়বে তেমনি কমবে উৎপাদন ব্যয়।


বান্দরবানের সদর উপজেলার রাজবিলায় কৃষকেরা বীজ তলা থেকে উৎপাদন পর্যন্ত আধুনিক যন্ত্রপাতি ব্যবহার শুরু করেছেন। জমিতে হালচাষ, ধান মাড়াই কাজে ব্যবহার করছেন বিভিন্ন মেশিন। ফসলের আবাদ করতে জমিতে পাওয়ার টিলারে চাষ ছাড়াও মাঠে কন্বাইন হারবেস্টার মেশিনে ধান কাটা হচ্ছে এবং রোপনে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বান্দরবানে কৃষকদের মাঝে আধুনিক যন্ত্রপাতির ছোঁয়া লাগাচ্ছেন।


এই প্রসঙ্গে বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম,এম শাহ্ নেওয়াজ বলেন- জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়িসহ জেলা সদরে আধুনিক যন্ত্র ব্যবহারে বদলে যাবে কৃষির চিত্র। পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী পাহাড়ের কৃষির উন্নয়নে সার্বক্ষণিক খোঁজখবর রাখেন, সহযোগিতা করেন। তবে বর্তমানে কৃষি বিভাগকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে তা অব্যাহত থাকলে জেলার প্রতিটি ইউনিয়নে আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সহজ হবে।


সরেজমিনে রাজবিলা এলাকার কৃষকরা জানান, আগে তারা চিরাচরিত নিয়মে কৃষিকাজ করতেন। হালের বলদ দিয়ে জমি চাষ, দলবদ্ধ হয়ে ধানের চারা রোপণসহ নানাভাবে কৃষিকাজ করতেন। সম্প্রতি কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহারে দৃশ্যপট পাল্টে গেছে। এখন রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ করছেন কৃষকরা। এক একর জমির ধান রোপণ করতে গিয়ে যেখানে এক দিন সময় লাগত, এখন মাত্র এক থেকে দেড় ঘণ্টার মধ্যে এক একর জমির ধান সহজেই রোপণ করা যাচ্ছে। আগের পদ্ধতিতে চাষাবাদে যেমন বাড়তি সময় ও অর্থ ব্যয় হতো, এখন তা হচ্ছে না। কৃষিতে যেন এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে।


প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রাজবিলা এলাকা পরিদর্শনে ধান রোপণ, কাটা ও মাড়াইয়ের জন্য কৃষকপর্যায়ে আধুনিক যন্ত্র আরো বাড়াতে নির্দেশনা দিয়েছেন।


বিবার্তা/নয়ন/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com