সংবাদ প্রকাশ করায় ওয়াসা এমডির লিগ্যাল নোটিশ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১৮:৩৩
সংবাদ প্রকাশ করায় ওয়াসা এমডির লিগ্যাল নোটিশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত ৯ জানুযারি ‘দৈনিক সমকাল’ পত্রিকার প্রথম পাতায় ‘ওয়াসার তাকসিমের যুক্তরাষ্ট্রে ১৪ বাড়ি’ শিরোনামে সংবাদ প্রকাশ করায় পত্রিকার রিপোর্টারের বিরুদ্ধে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের পক্ষে একটি লিগ্যাল নোটিশ ইস্যু করা হয়েছে।


২৩ জানুয়ারি, সোমবার লিগ্যাল নোটিশে সমকাল সম্পাদক, প্রকাশক ও রিপোর্টার বরাবর পাঠানো হয়েছে বলে বিবার্তাকে জানিয়েছেন ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক।


প্রকাশিত সংবাদ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে তিনি জানান, ইতিমধ্যেই ঢাকা ওয়াসা থেকে আলোচ্য পত্রিকায় একটি প্রতিবাদ লিপিও প্রেরণ করা হয়েছে। যা অদ্যাবদি পত্রিকাটি প্রকাশ করেনি।


তিনি আরো জানান, ব্যারিস্টার এ এম মাসুম স্বাক্ষরিত ১৫ জানুয়ারি ইস্যুকৃত লিগ্যাল নোটিশে সমকাল সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদক জনাব হকিকত জাহান হকিকে নোটিশ প্রাপ্তির ৫ (পাঁচ) দিনের মধ্যে প্রতিবেদনের সত্যতার প্রমাণাদিসহ এর তথ্যসূত্র উল্লেখ করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।


বিবার্তা/সানজিদা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com