
চিকিৎসার জন্য উপার্জনের শেষ সম্বল ভ্যান বিক্রি করার পরও সুস্থ না হওয়ায় বিষপানে আত্মহত্যা করেছেন আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি।
তিনি দীর্ঘদিন যাবত পেটের ব্যাথায় ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হলেও মেলেনি সুস্থতা। তাই হতাশায় বিষপান করে আত্মহত্যা করেন তিনি।
রবিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিষপানের পর চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত আবুল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পেয়ারাতলা গ্রামের ভূমিহীন পাড়ার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানায়, দীর্ঘদিন যাবত পেটের ব্যাথায় ভুগছিলেন আবুল হোসেন। তিনি পাখিভ্যান চালিয়ে সংসার চালাতেন। তার ছেলে আবু বক্কর সিদ্দিকও ভ্যানচালক। এ টানাটানির সংসারে আবুল হোসেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। তবুও সুস্থ হতে পারেননি। পেটের ব্যাথা তীব্রতা ধারণ করলে বাধ্য হয়েই কদিন আগে উপার্জনের শেষ সম্বল ভ্যানটি বিক্রি করে দেন আবুল হোসেন। সে টাকা দিয়ে চিকিৎসা করের কোনও কোনো লাভ হয়নি।
অবশেষে রবিবার বেলা ১১টার দিকে বাড়ির সামনে মাঠে গিয়ে বিষ পান করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিন বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জীবননগর থানা পুলিশের ওসি আব্দুল খালেক লেন, দীর্ঘদিন যাবত পেটের ব্যাথায় ভুলছিলেন আবুল হোসেন। নিজের ভ্যান বিক্রি করে চিকিৎসা করিয়েও সুস্থ হননি। পরে হতাশায় বিষপানে আত্মহত্যা করেন।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]