‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পানির অপচয় রোধ করতে হবে’
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ১৭:০৩
‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পানির অপচয় রোধ করতে হবে’
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘খরা প্রবণ বরেন্দ্র অঞ্চল। লালচে মাটির রুক্ষ অঞ্চলটিতে ক্রমন্বয়ে পানির সংকট তীব্রতর হচ্ছে। খাদ্যভান্ডার খ্যাত বরেন্দ্র অঞ্চলের অন্যতম উপজেলা তানোর। এখানে ৮০ ভাগ কৃষকই ধান চাষে নির্ভরশীল। ধানে পর্যাপ্ত পানি লাগে। এছাড়া সাব-মার্সিবল পাম্প বসিয়ে বাসা-বাড়িতে দৈনন্দিন কাজে পানির অপচয় হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পানির অপচয় রোধ করতে হবে।’


বৃহস্পতিবার দুপুরে (১৯ জানুয়ারী) তানোর উপজেলা হলরুমে বাংলাদেশ তথ্য প্রাপ্তির অধিকারে নারী অগ্রগতি প্রকল্প ও এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এডিসি)’র আয়োজনে ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নারীর অংশগ্রহণ এবং সামাজিক জবাবদিহিতার লক্ষ্যে সমন্বয়’ সভায় বক্তারা পানির অপচয় রোধে এসব কথা বলেন।


এছাড়া বক্তারা আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ ১০টি জেলার অন্যতম হলো রাজশাহী জেলা। আর রাজশাহী জেলার অন্যতম ঝুঁকিপূর্ণ উপজেলা হলো তানোর ও গোদাগাড়ী উপজেলা। তাই সময় থাকতেই জলবায়ু পরিবর্তন মোকাবেলাই তানোরের প্রধান সমস্যা পানির অপচয় রোধ করতে হবে। যেভাবে দিন দিন পানির ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে তাতে আগামীতে তানোরে পানি পাওয়া কঠিন হয়ে পড়বে। পানির স্তর নেমে যাওয়ায় সম্প্রতি তানোরে ৬৫টি গভীর নলকূপে আর পানি না উঠায় আবারও গভীর নলকূপগুলো পুন:বোরিং করতে হবে বলে বক্তারা জানান। ’


অনুষ্ঠানে ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, এসিডি প্রকল্প সমন্বয়কারী সুব্রত পাল, প্রোগ্রাম কর্মকর্তা কৃষ্ণা বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও প্রকল্পের নারী সদস্যবৃন্দ।


বিবার্তা/অসীম/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com