ঠাকুরগাঁওয়ে মাদক কারবারির যাবজ্জীবন
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৩, ১৮:৫৮
ঠাকুরগাঁওয়ে মাদক কারবারির যাবজ্জীবন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে মো. ওমর ফারুক নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।


১৬ জানুয়ারি, সোমবার দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এই রায় ঘোষণা করেন।


দণ্ডপ্রাপ্ত ফারুক জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে।


মামলার বিবরণ থেকে জানা যায়, মাদক ব্যবসায়ী মো. ওমর ফারুক রিকশায় করে তেলের জারকিনের ভেতরে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে রাণিশংকৈল থানা পুলিশের একটি দল তাকে আটক করে এবং তার রিকশা ও দেহ তল্লাশি করে ১৮৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক এক লাখ ১৩ হাজার টাকা। ২০২০ সালের ২৬ আগষ্ট আনুমানিক রাত ৮টায় ঠাকুরগাঁওয়ের রাণিশংকৈলের নেকমরদ ধর্মগড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দিনই জব্দ তালিকা প্রস্তুত এবং ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্যগ্রহণ করা হয়।


এরপর রাণীশংকৈল থানার এসআই খাজিম উদ্দিন বাদী হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে মামলা রুজু করেন এবং আদালতে আসামির জবানবন্দি নেওয়া হয়। দীর্ঘ শুনানি শেষে সোমবার এই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালত।


রায়ে বলা হয়েছে, আসামি ওমর ফারুকের ইতোমধ্যে ভোগকৃত হাজতবাস মূল সাজা থেকে বাদ যাবে। এছাড়া, একই মামলার অপর আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে নির্দোষ হিসেবে খালাস দেয়া হয়েছে।


বিবার্তা/বিধান/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com