
কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথ বা আইসসহ এক সংগীতশিল্পীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওই সংগীতশিল্পীর নাম এনামুল কবির রেবেল। তিনি জনপ্রিয় শিল্পী পপগুরু আজম খানের ‘উচ্চারণ’ ব্যান্ডের সদস্য ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরো তিন-চারজন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদ।
তিনি বলেন, জব্দকৃত আইসের মূল্য ১ কোটি টাকা। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১টায় রামপুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এনামুল কবিরকে গ্রেফতারের পর রাতেই রামপুরা থানায় এ ব্যাপারে একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]