হিলিতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ২১:৩৬
হিলিতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন
হিলি প্রতিনিধি, দিনাজপুর
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলিতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুধীজন ও সাংবাদিকদের নিয়ে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক পাঁচ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন হয়েছে।


১৫ জানুয়ারি, রবিবার পানি সরবরাহ ও মানববর্জ ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে হিলি পৌরসভা কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়।


সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এই কর্মশালা চলে। এতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক বিভিন্ন তথ্য ও উপাত্ত তুলে ধরার পাশাপাশি করণীয় সম্পর্কে অবগত করা হয়। প্রতিদিন ২০ জন করে ৫দিনে মোট ১০০ জন এই কর্মশালায় অংশ নিবেন।


হাকিমপুর হিলি পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের পানি সরবরাহ ও মানববর্জ ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরদিনাজপুরের নির্বাহী প্রকৌশলী নাইমুল এহসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদসহ অনেকে।


বিবার্তা/রাব্বানী/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com