সাতক্ষীরায় ২ দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ১৫:৪৪
সাতক্ষীরায় ২ দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জেলা সাহিত্য মেলা-২০২২ এর উদ্বোধন হয়েছে। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব জোহরা খাতুন।


১১ জানুয়ারি, বুধবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়ণে ও বাংলা একাডেমির সহযোগিতায় এবং জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।


প্রধান অতিথির বক্তব্যে মীর মোস্তাক আহমেদ রবি এমপি বলেন, সাহিত্য মেলা মানে একটি উৎসব ও সাহিত্যিকদের মিলন মেলা। এই উৎসবটিকে সর্বস্তরের মানুষের সামনে তুলে ধরতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। আমাদের বাঙালীদের দুটি গৌরবের ইতিহাস আছে। একটি হচ্ছে ভাষা আন্দোলন আর একটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। ভাষার দাবিতে রক্ত দেওয়া বিশ্বে কোন দেশ নেই এবং দেশের স্বাধীনতার জন্য এত মানুষের রক্ত দেওয়া বিশ্বে কোন জাতি নেই। কবি-সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে দেশের এই সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু প্রমুখ।


আলোচনা সভার পূর্বে জেলা সাহিত্য মেলা উপলক্ষ্যে শহিদ আব্দুর রাজ্জাক পার্ক হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে র‌্যালিটি জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।


এসময় জেলার প্রশাসনিক কর্মকর্তাসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।


বিবার্তা/সেলিম/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com