নতুন বছরের প্রথম দিনই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৩:৪৯
নতুন বছরের প্রথম দিনই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ফাইল ছবি
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নতুন বছরের প্রথম দিনই লালমনিরহাট বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল সরকার নামের এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত হয়েছে।


রবিবার (১ জানুয়ারি) ভোর ৪টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।


নিহত বিপুল বুড়িমারী সীমান্তের ধবলসুতি গাটিয়ারভিটা গ্রামের রশিদুল ইসলামের ছেলে।


জানা গেছে, বিপুলসহ ১৫ সদস্যের একটি বাংলাদেশিদের চোরাকারবারি দল ভারত সীমান্তে ঢুকেছিলেন গরু আনার জন্য। তারা গরু আনতে কাটা তারের গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্যে করে ৩ রাউন্ড গুলি ছুড়ে। গুলিতে বিপুল সরকার গুলি বিদ্ধ হয়। পরে তাকে মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।


৬১ বিজিবি অধীন তিস্তা-২ ব্যাটালিয়েরর অধিনায়ক লে. কর্ণেল হাসান শাহরিয়ার মামুদ সাংবাদিকদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাটগ্রাম থানার পুলিশকে লাশ তদন্ত করে প্রতিবেদন দেয়ার কথা জানানো হয়েছে। এ ঘটনায় কড়া চিঠি পাঠানো হবে। পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।


এর আগে, গত বৃহস্পতিবার ভোর রাতে হাতিবান্ধা বড়খাতা দোলাপাড়া সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে আরও দুই বাংলাদেশি নিহত হয়।


পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তারন্তর করা হবে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com