সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার মূলহোতা
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১০:২৫
সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার মূলহোতা
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে জয়পুরহাটে আব্দুল হান্নান (৫৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।


শনিবার গভীর রাতে (৩১ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‍্যাব-৫ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান এ তথ্য জানান।


গ্রেফতারকৃত আব্দুল হান্নান সদর উপজেলার তেঘরবিশা হাজিপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় জয়পুরহাট পৌর শহরের নতুনহাট এলাকায় অভিযান চালায়। ভূয়া নিয়োগপত্র ২টি, ভুয়া সীল ২টি, মোবাইল ১টি সহ প্রতারক চক্রের মূলহোতা অভিযুক্ত আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আব্দুল হান্নান ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা যেখানে ২০১৫ সাল থেকে সবাই দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড করে আসছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে বা কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিত।


তিনি ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাকে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। ভূয়া নিয়োগপত্রসহ জয়পুরহাট র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। পরে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com