ভাঙা বাড়ির দাম ৫ কোটির বেশি!
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:১০
ভাঙা বাড়ির দাম ৫ কোটির বেশি!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাড়ির ছাদ অনেকটাই ভাঙা, দেয়াল নেই বললেই চলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে ব্যয়বহুল আবাসন বাজারে এমনই একটি বাড়ি বিক্রির জন্য তালিকাভুক্ত হয়েছে।


লস অ্যাঞ্জেলেসের উত্তর-পূর্বে মনরোভিয়া এলাকার বাড়িটিতে একসময় ছিল একটি শয়নকক্ষ আর একটি শৌচাগার। গত মে মাসে বাড়িটির ওপর একটি গাছ উপড়ে পড়ে।


বাড়ির ভেতরে থাকা দুই ভাড়াটে ও দুই কুকুরকে অক্ষত অবস্থায় পাওয়া গেলেও ছাদের বেশির ভাগ অংশ ভেঙে যায়।


বাড়ি বেচাকেনার ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার মধ্যে মধ্যস্থতার কাজ করেন কেভিন হুইলার। এ বাড়ি বিক্রিতেও মধ্যস্থতা করছেন তিনি।


আবাসন বাজারে তালিকাভুক্ত হওয়া বাড়িটির দাম চাওয়া হচ্ছে ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ কোটি ৯৩ লাখ টাকার বেশি।


গাছ পড়ার আগে করা এক পরিমাপ অনুযায়ী বাড়িটির আয়তন ৬৪৫ বর্গফুট। বিক্রির তালিকায় সে মাপই উল্লেখ করা হয়েছে। হুইলার বলেছেন, বাড়ির বিদ্যুৎব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। তবে পানি সরবরাহব্যবস্থা সচল আছে।


মনরোভিয়ার নিয়ম হলো, ৫০ বছরের পুরোনো কোনো স্থাপনা গুঁড়িয়ে দিতে হলে তার আগে পর্যালোচনার প্রয়োজন হয়। ভেঙে যাওয়া বাড়িটিও ৫০ বছরের বেশি পুরোনো।


তবে মধ্যস্থতাকারী হুইলার বলেছেন, এ বাড়ির ক্ষেত্রে সে নিয়ম প্রযোজ্য হবে না। কারণ, প্রাকৃতিক কারণে বাড়িটি ভেঙে গেছে। তাই এটি গুঁড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পর্যালোচনার প্রয়োজন নেই।


তাই বাড়ি কিনতে চাওয়া মানুষেরা সহজেই বাড়িটি কিনতে পারবেন এবং কোনো ধরনের ঝক্কিঝামেলা ছাড়াই তা পুনর্গঠন করতে পারবেন।


এসব কারণে ভাঙা হলেও বাড়িটির চাহিদাও বেশ বলে লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন হুইলার। তাঁর মতে, বাড়িটির জন্য যে দাম হাঁকা হচ্ছে, তা অনেক কম।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com