
প্যারিস অলিম্পিকে রোয়িংয়ে স্বর্ণপদক জিতেছিলেন জাস্টিন বেস্ট। পদকজয়ী তারকা এখন অন্য একটি কারণে আলোচনায়। আইফেল টাওয়ারে ২৭৩৮টি হলুদ গোলাপ নিয়ে প্রেমিকাকে ভালোবাসা ও বিয়ের প্রস্তাব নিবেদন করেছেন।
বেস্টের প্রেমিকা লেনি ডানকান প্রস্তাবে সাড়া দিয়েছেন। ডানকানের সাথে কাটানো প্রতিটি দিনের প্রতীক হিসেবে একটি করে ফুল এনেছিলেন জাস্টিন। প্রেম নিবেদনের সময়টি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
সেসময় বেস্ট হাঁটু গেড়ে বলেছিলেন, ‘লেনি ওলিভিয়া ডানকান, তুমি আমার জীবনের ভালোবাসা। তুমি প্রথমদিন থেকে আমার সাথেই ছিলে। আমি জানি প্রথমদিন থেকে তুমি আমার কাছে বিশেষ কেউ।’
‘আমি তোমাকে প্রথমদিন থেকে বলেছিলাম অলিম্পিকে খেলতে যাবো এবং তুমি কোনো দ্বিধা ছাড়াই আমাকে সমর্থন করেছিলে।’ এরপর বেস্ট বলেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’ ডানকান তার প্রস্তাবে সম্মতি প্রদান করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]