হাতে ভর দিয়ে হেঁটে ৩ উড়োজাহাজ টেনে বিশ্ব রেকর্ড!
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ১০:২৯
হাতে ভর দিয়ে হেঁটে ৩ উড়োজাহাজ টেনে বিশ্ব রেকর্ড!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালির মাত্তিও পাভোনে। একসময় রাগবি খেলোয়াড় ছিলেন। এবার, হাতে ভর দিয়ে হেঁটে তিনটি ছোট উড়োজাহাজ টেনে নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি।


ইতালির আসতি এলাকার কাসতেলনুওভো ডন বসকোয় এ রেকর্ড গড়েন।


তিনি বলেন, বেশ কিছু ইনজুরির কারণে ২৪ বছর বয়সে রাগবি খেলা ছেড়ে দিতে বাধ্য হন তিনি। এরপর তিনি ব্যতিক্রমধর্মী খেলাধুলার দিকে বেশি মনোযোগ দেন।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে মাত্তিও বলেন, ‘আমার ইনজুরিগুলোর মধ্যে সবচেয়ে খারাপটি শরীরের পেছনের অংশে। চিকিৎসকেরা বলেছিলেন, আমি আর কখনো খেলতে পারব না। কিন্তু তাঁরা ভুল বলেছিলেন।’


এই রেকর্ড গড়ার জন্য মাত্তিও ইয়োগা, কার্ডিওসহ বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, নিজের রেকর্ড ভাঙার পরিকল্পনা রয়েছে তাঁর।


মাত্তিও বলেন, ‘এ রেকর্ড গড়তে পেরে আমি গর্বিত। তবে চূড়ান্ত ফলাফল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নই। আমি নিশ্চিতভাবে চারটি বা তার চেয়ে বেশি উড়োজাহাজ টানতে পারব। যত দ্রুত সম্ভব আমি সেটি করার চেষ্টা করব।’


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, রেকর্ডের চেষ্টা শুরুর আগে হালকা উড়োজাহাজ, যা ৫ হাজার ৬৬৯ দশমিক ৯০ কেজির বেশি না হয়, সে জন্য ওজন করে নিতে হয়েছিল। রেকর্ড গড়ার জন্য তাঁকে উড়োজাহাজগুলো ৫ মিটার (১৬ দশমিক ৪০ ফুট) পর্যন্ত টেনে নিতে হয়েছে।


তিনটি উড়োজাহাজ একটির সঙ্গে আরেকটি বেঁধে দেওয়া হয়। প্রথম প্রচেষ্টায় মাত্তিও সব একসঙ্গে সফলভাবে টেনে নিতে সক্ষম হন। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি আরও একটি উড়োজাহাজ যুক্ত করেন। কিন্তু এবার আর নির্ধারিত স্থান পর্যন্ত যেতে পারেননি তিনি।


পাঁচ বছর বয়স থেকেই খেলাধুলার প্রতি ভালোবাসা তৈরি হয় মাত্তিওর। তিনি প্রথমে কারাতে ও ফুটবল বেছে নেন। পরে ১১ বছর বয়সে রাগবি খেলা শুরু করেন।


এর আগে সবচেয়ে ভারী গাড়ি হাতে ভর দিয়ে টেনে নেওয়ার রেকর্ড ছিল তাঁর। সবচেয়ে দ্রুততম সময়ে টেনে নেওয়ার রেকর্ডও তাঁরই।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com