দুই ফিতার এক জোড়া চটির দাম দেড় লাখ টাকা!
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১০:৫৮
দুই ফিতার এক জোড়া চটির দাম দেড় লাখ টাকা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুয়েতে একটি দোকানে দুই ফিতার এক জোড়া স্যান্ডেল বা চটি যে দামে বিক্রি হচ্ছে, তা দেখে সাধারণ মানুষের চোখ কপালে উঠে যাবে। স্লিপারটির দাম লেখা ৪ হাজার ৫৯০ সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৪৩ হাজার টাকার বেশি।


অথচ, শৌচাগারে যেতে হরহামেশাই আমরা ওই ধরনের স্লিপার ব্যবহার করে থাকি।


সম্প্রতি ফ্যাশন ব্র্যান্ড ‘জানোউবা’ আনলাইনে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওটির ক্যাপশন, ‘জানোউবায় ৪ হাজার ৫০০ রিয়ালে সর্বশেষ ফ্যাশন’।


অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ, বিশেষ করে ভারতীয়রা ওই ভিডিও শেয়ার করেন এবং বিভিন্ন রকম মন্তব্য করেন।


একজন কৌতুক করে লেখেন, ‘তাহলে সারা জীবন ধরে আমরা টয়লেটে ৪ হাজার ৫০০ রিয়ালের স্লিপার ব্যবহার করছি!’


আরেকজন খানিকটা হতাশা নিয়ে লেখেন, ‘এ ক্ষেত্রে, তারা ধনীদের কাছে যা খুশি তা–ই বিক্রি করার চেষ্টা করে যাচ্ছে শুধু।’


তৃতীয় আরেকজন লেখেন, ‘আমাদের পরিবার শৌচাগারে এই স্লিপার ব্যবহার করে।’


‘ভারতে আমরা ৬০ রুপিতেই এ ধরনের স্লিপার পেয়ে যাই,’ লেখেন আরেক ব্যবহারকারী।


ইনস্টাগ্রামে একজন লেখেন, ‘আমরা এটাকে হাওয়াই চটি বলি।’


স্লিপারটিকে মা দিবসের সেরা উপহার হতে পারে বলে মন্তব্য করেন আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী। তিনি বলেন, ‘সব মায়ের সেরা অস্ত্র। আমার মায়ের স্লিপার আমার জন্য সেরা, এখনই আমার দিকে তাকান।’


জানোউবার ভিডিওতে দেখা যায়, হাতে গ্লাভস পরা এক ব্যক্তি কাচে ঘেরা একটি বাক্স থেকে নীল-সাদা রঙের একটি চটি বের করে তার গুণমান দেখাচ্ছেন। সেটির ফিতা কতটা ভালো, সেটি কতটা নরম...।


কাচের বাক্সের ভেতর আরও কয়েক রঙের চটি দেখতে পাওয়া যায়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com