রাজহাঁসের নৌকায় ভালুক!
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১০:৩৯
রাজহাঁসের নৌকায় ভালুক!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের পূর্বাঞ্চলের দক্ষিণ-পশ্চিমে বেডফোর্ডশায়ার কাউন্টিতে ওবার্ন সাফারি পার্ক। প্রবল বৃষ্টিতে পানি জমে ওবার্ন সাফারি পার্কে ছোট্ট একটি হ্রদের মতো সৃষ্টি হয়েছে। সেই পানি দেখে তত্ত্বাবধায়কের মনে হলো, এতে প্লাস্টিকের তৈরি রাজহাঁসের নৌকা ভাসিয়ে দিলে মন্দ হয় না। যেই ভাবা সেই কাজ।


তিনি পেডেল লাগানো রাজহাঁসের নৌকা ভাসিয়ে দিলেন। তবে সেই নৌকায় মানুষ নয়, চড়ে বসেছে একদল কালো ভালুক।


পার্কের মাংসাশী প্রাণী বিভাগের উপপ্রধান টমি বাবিংটন বলেন, নিজেদের এলাকায় হ্রদের মধ্যে এমন রাজহাঁসের মতো নৌকা ভাসতে দেখে কৌতূহলী হয়ে মনে হয় এতে চড়ে বসেছে ভালুকের দল। এই জিনিস কী, তা জানতে এতটুকুও সময় নষ্ট করেনি তারা।


টমি আরও বলেন, ‘এ বছর এত বেশি বৃষ্টি ছিল যে কালো ভালুকের বিচরণ এলাকায় একটি নতুন ছোট হ্রদের সৃষ্টি হয়েছে। তাই আমরা এটিকে তাদের জন্য আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।’


উত্তর আমেরিকার বনে সাধারণত বেশি কালো ভালুক দেখা যায়। এরা দৈর্ঘ্যে সাধারণত ৬ ফুট ৩ ইঞ্চি ও ওজনে ৩০০ কেজি পর্যন্ত হয়।


টমি বলেন, নৌকায় ভালুকদের দেখতে পারাটা দর্শনার্থীদের জন্য বেশ উপভোগ্য ছিল। ভালুকদের প্লাস্টিকের তৈরি রাজহাঁসের নৌকায় চড়তে দেখে তাঁরা বেশ মজা পেয়েছেন।


ভালুক স্বভাবজাতভাবেই বেশ উৎসুক প্রকৃতির। আর এরা যেন সেটি বজায় রাখতে পারে, সে ধরনের সব চেষ্টা করে যাবেন সাফারি কর্মীরা।


নৌকায় ওঠা চার ভালুকের মধ্যে দুটি ভাই ও দুটি বোন। এদের নাম হার্ভার্ড, ম্যাপল, কলোরাডো ও আসপেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com