৫২ বছরে ৩৪ হাজার ১২৮টি বার্গার খেয়ে রেকর্ড!
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১২:০৪
৫২ বছরে ৩৪ হাজার ১২৮টি বার্গার খেয়ে রেকর্ড!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

একক ব্যক্তি হিসেবে জীবনে সবচেয়ে বেশি বিগ ম্যাক বার্গার খেয়েছেন ডোনাল্ড গোর্সকি।


তিনি আগে থেকেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক। এবার তিনি সেই রেকর্ডকে আরও জোরদার করলেন।


৭০ বছর বয়সী ডোনাল্ড ২০২৩ সালে আরও ৭২৮টি বিগ ম্যাক বার্গার খেয়েছেন। সব মিলিয়ে প্রায় ৫২ বছরে তিনি ৩৪ হাজার ১২৮টি বিগ ম্যাক খেয়েছেন।


গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ১৯৭২ সালের ১৭ মে ডোনাল্ড বিগ ম্যাক বার্গার খাওয়া শুরু করেন।


বিগ ম্যাক খাওয়ার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ডোনাল্ড বলেন, ‘আমার বাকি জীবনও আমি মনে হয় এটি খেয়ে কাটাব।’


বিগ ম্যাক খাওয়ার শুরুর দিন থেকে ডোনাল্ড সযত্নে প্রতিটি বার্গারের হিসাব রেখেছেন, প্যাকেট জমা রেখেছেন।


যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ফন্ড ডু লাকের বাসিন্দা ডোনাল্ড একসময় কারারক্ষী হিসেবে কাজ করতেন। বার্গারের প্যাকেট সংগ্রহে রেখে আগে সাড়া ফেলে দিলেও প্রথম ১৯৯৯ সালে তিনি বিশ্ব রেকর্ড করেন।


ডোনাল্ড শুরুতে দৈনিক নয়টি বার্গার খেতেন। পরে তিনি ধীরে ধীরে বার্গার খাওয়া কমিয়ে আনেন। এখন সাধারণত দুপুর ও রাতের খাবারে তাঁর বার্গার থাকে।


রেকর্ড যাচাই-বাছাইয়ের সঙ্গে জড়িত সংগঠনটির তথ্য অনুযায়ী, আগে টাটকা বার্গার পেতে ডোনাল্ড প্রতিদিন ফাস্টফুড চেইনশপ ম্যাকডোনাল্ডে যেতেন।


অবশ্য চাকরি থেকে অবসরে যাওয়ার পর এখন ডোনাল্ড সপ্তাহে দুদিন দোকানে গিয়ে কয়েক দিনের বার্গার কিনে আনেন। বাসায় সংরক্ষণ করে তিনি প্রতিদিন বার্গার খান।


ডোনাল্ডের দৈনিক খাদ্যতালিকায় প্রধানতম খাবার হচ্ছে বিগ ম্যাক বার্গার। তবে মাঝেমধ্যে ক্ষুধা পেলে তিনি আলুর চিপস, ফ্রুট বার বা আইসক্রিম খেয়ে থাকেন।


১৯৮৪ সালে ডোনাল্ড বার্গার কিং ওয়াপার খাওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তাঁর প্রিয় বিগ ম্যাকে থেকে যান। তিনি বলেন, ‘যখন আমার কোনো কিছু পছন্দ হয়, তখন সেটি নিয়েই থাকতে আমার ভালো লাগে।’


সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ৫২ বছরে তিনি ৩৪ হাজারের বেশি বার্গার খেলেও কখনো তাঁর স্বাস্থ্যের সমস্যা হয়নি। তবে সতর্কতা হিসেবে তিনি কখনো বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খান না। প্রতিদিন তিনি অন্তত ছয় মাইল হেঁটে থাকেন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com