
ইতালির আল্পস পর্বতমালা ঘেঁষে থাকা লাগো ডি আন্টারসেলভা লেকের বরফ পানির ১৪০ মিটার গভীরে অক্সিজেন ছাড়াই সাঁতার কেটে নিজের রেকর্ড ফিরিয়ে আনলেন ভ্যালেনতিয়া ক্যাফোলা।
নিশ্বাস বন্ধ রেখে বরফ পানির ১২৫ মিটার নিচে সাঁতার কেটে ২০১৭ সালেও গিনেস রেকর্ড গড়েছিলেন ভ্যালেনতিয়া।
এরপর গত বৃহস্পতিবার জাপানের ইয়াসুকো ওজেকি তাঁর (ভ্যালেনতিয়া) চেয়ে এক মিটার বেশি গভীরে সাঁতার কেটে নতুন রেকর্ড গড়েন। জাপানের হোক্কাইডো দ্বীপের শিরেতোকোগো লেকে তিনি সাঁতার কাটেন।
তবে ইয়াসুকোর নতুন রেকর্ড বেশি দীর্ঘস্থায়ী হতে দেননি ভ্যালেনতিয়া। ৩৬ ঘণ্টা পরই শুক্রবার তিনি রেকর্ড গড়লেন। তখন তাঁর পরনে ছিল লাল-কালো রঙের সাঁতারের পোশাক, আর দুই পায়ে পাখনা। তিনি যখন পানিতে ডাইভ করেন, বাইরে তখন প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। পানির তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। তিনি সাঁতার কাটেন ১ মিনিট ৪০ সেকেন্ড। এ সময় তাঁর হৃৎস্পন্দন কমে প্রতি মিনিটে দাঁড়ায় ৫০।
ঠিক পরের দিন ফ্রিডাইভার দুই পায়ে দুই পাখনা লাগিয়ে পানির ৮০ মিটার নিচে সাঁতার কেটে আরেকটি রেকর্ড গড়েন। দুটি বিশ্ব রেকর্ড গড়ার পর ভ্যালেনতিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আপনি জীবনে যা কিছু পেতে চেয়েছেন, তা যদি এক মুহূর্তে পাওয়ার একটি সুযোগ পান, তাহলে আপনি কি সেই সুযোগ নিতেন?’
২৭ বছর বয়সী ভ্যালেনতিয়ার আগামী জুলাইয়ে বেলগ্রেডে ফ্রিডাইভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ইচ্ছা আছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]