৩১ বছর বয়সে মারা গেল সবচেয়ে বয়স্ক কুকুর
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ১৪:৩৬
৩১ বছর বয়সে মারা গেল সবচেয়ে বয়স্ক কুকুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কুকুরটির নাম ববি। গায়ে বাদামি ও সাদা রঙের মিশেল। দেখতে আর দশটি কুকুরের মতোই। কিন্তু সাধারণ কুকুর নয় ববি। রীতিমতো তারকা সে। নাম উঠেছে গিনেস বুকে। কারণ, ববির বয়স।


গত মে মাসে ৩১ বছর পূর্ণ করেছে ববি। সে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের স্বীকৃতিও পেয়েছে।


বছর না ঘুরতে ববির ৩১ বছরের পথচলা থেমে গেছে। দীর্ঘজীবন পাওয়া ববি গত শনিবার পর্তুগালের বাড়িতে মারা গেছে। বয়স হয়েছিল ৩১ বছর ১৬৫ দিন। দীর্ঘদিন ববির চিকিৎসা করেছেন পশুচিকিৎসক কারেন বেকার। তিনি কুকুরটির মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন।


ববির জন্ম ১৯৯২ সালের ১১ মে, পর্তুগালে। গত ১ ফেব্রুয়ারি সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে ববির। এর আগে প্রায় ১০০ বছর ধরে এই রেকর্ড ছিল ব্লুয়ি নামের একটি কুকুরের দখলে। অস্ট্রেলিয়ার ওই কুকুর ১৯৩৯ সালে ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়।


ববির মালিকের নাম লিওনেল কস্তা। তাঁর বাড়ি পর্তুগালের কনকুয়েরিওস গ্রামে। ববি সেখানেই থাকত। লিওনেল কস্তা জানান, ববি রাফেইরো জাতের কুকুর।


গবাদিপশু পাহারা দেওয়ার জন্য এই কুকুরগুলো পোষা হয়। ১২ থেকে ১৪ বছর বাঁচে একেকটি কুকুর। তবে ববি ছিল ব্যতিক্রম।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com