আজ ভদকা দিবস
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১৭:১৭
আজ ভদকা দিবস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আজ পালিত হচ্ছে ভদকা দিবস। এক প্রকার পাতিত কড়া মদ হচ্ছে ভদকা বা ভোদকা। ভদকা শব্দটি এসেছে রুশ শব্দ ভোদা থেকে, যার অর্থ পানি। বিশ্বের সেরা এবং সবচেয়ে ব্যয়বহুল ভদকা পাওয়া যায় রাশিয়ায়। সেখান থেকে সব দেশে সরবরাহ করা হয়।


কড়া মদের মধ্যে ভদকা বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। জল ও ইথাইল অ্যালকোহলের সাথে বিভিন্ন প্রকার ফ্লেভার মিশ্রিত করে ভদকা তৈরি হয়। সিরিয়াল, রাই, গম, আলু, মিষ্টি আলু, বা চিটাগুড় যে-কোনো একটির গাজনকৃত তরল থেকে ভদকা তৈরি করা সম্ভব।


ভদকায় অ্যালকোহলের উপস্থিতি সাধারণত শতকরা ৩৫ থেকে ৫০ ভাগের মধ্যে সীমাবদ্ধ থাকে। রাশিয়ান, লিথুনিয়ান, পোলীয় ভদকার ক্ষেত্রে এর আদর্শ পরিমাণ মোট আয়তনের শতকরা ৪০ ভাগ (৮০% প্রুফ)।


ভদকার জানা অজানা দশ গুণ-


১) ভদকায় চিনি মিশিয়ে ছেটালে ফুল সতেজ থাকে।


২) জলের সঙ্গে ভদকা মিশিয়ে লাগালে চশমার কাঁচ খুব তাড়াতাড়ি দারুণ পরিষ্কার হয়।


৩) গদি, তোশক বা ম্যাটট্রেসের জীবাণুমুক্ত হয় ভদকার দ্বারা।


৪) রুপার গয়নার ঔজ্বল্য বাড়াতে ভদকা ব্যবহার করা হয়।


৫) ব্যান্ড-এইড চামড়ার সঙ্গে এমনভাবে আটকে গিয়েছে যা তোলা বেশ কষ্টকর হচ্ছে? তুলোয় করে ভদকা লাগিয়ে দিলে তা সহজেই উঠে যায়।


৬) জামা কাপড়ের দুর্গন্ধমুক্ত করতে দারুণ সাহায্য করে।


৭) চুল পরিষ্কারে এর কোনও তুলনা হয় না।


৮) ঘরে মাউথওয়াশ তৈরি করতে ভদকার জুড়ি মেলা ভার।


৯) ঘরে খুব পোকামাকড় হয়েছে? ভদকা স্প্রে করলে সব পালাবে।


১০) কালো কাপড়ের রঙ একদম ঠিক রাখতে জলের সঙ্গে ভদকা মিশিয়ে লাগালে খুব কাজে লাগে।


(এছাড়াও রান্নাঘর পরিষ্কার করতে, জানলা-দরজা মুছতে, আইসপ্যাক তৈরি করতে, ওভেন পরিষ্কার করতে, চটচটে জিনিস তুলতে সাহায্য করে ভদকা)।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com