বিশ্ব মোটরসাইকেল দিবস আজ
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১৬:২৪
বিশ্ব মোটরসাইকেল দিবস আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আজ বিশ্ব মোটরসাইকেল দিবস। বর্তমানে যানজট পেরিয়ে গন্তব্যে পৌঁছানোর দ্রুত মাধ্যম দুই চাকার এই যান। তাই পণ্য ডেলিভারি ও যাত্রী পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন জীবনে আবশ্যকীয় হয়ে ওঠা মোটরসাইকেল এখন জীবিকারও একটি বড় উৎস।


এছাড়া, মোটরসাইকেল তরুণদের কাছে ফ্যাশনের অংশ হয়ে উঠেছে। তারুণ্যের প্রিয় বাহন মোটরসাইকেল বাংলাদেশের বাজারে এক সময় পুরোটাই আমদানি হয়ে আসতো। বর্তমানে বাংলাদেশের বাজারে বিপনন করা প্রায় ৯৫ ভাগ মোটর সাইকেল বাংলাদেশেই তৈরি হচ্ছে। ফলে দামও কিছুটা কমে এসেছে।


আপনার যদি মোটরসাইকেল থাকে তাহলে আজ কোথাও ঘুরে আসতে পারেন। তবে, সাবধান গতি যেন নিয়ন্ত্রণে থাকে। কারণ, ইদানীং মোটরসাইকেল দুর্ঘটনা খুব বেড়েছে। তাই নিজের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে। মাথায় অবশ্যই হেলমেট পরে নিবেন। আর পকেটে রাখবেন ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধন সনদসহ যাবতীয় কাগজ।


১৮৬০ সালে প্রথম প্যারিসে বাষ্পচালিত মোটরসাইকেল যাত্রা শুরু করে। তারই ধারাবাহিকতায় ১৮৮৫ সালে ফুয়েল ইঞ্জিনচালিত মোটরসাইকেলের উদ্ভাবন হয়। সেই থেকে আজ অবধি চলাচলের জনপ্রিয় একটি মাধ্যম মোটরসাইকেল।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com