
আবারও শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। পর্তুগিজ ক্লাব বেনফিকার সঙ্গে দুই বছরের চুক্তি শেষে আর্জেন্টিনার ক্লাবটিতে যোগ দিলেন ৩৭ বছর বয়সি মারিয়া।
ইউরোপে দীর্ঘ ১৮ বছরের অধ্যায় শেষে এবার আবার নিজ দেশে ফিরলেন ডি মারিয়া। শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে যোগ দিয়েছেন তিনি। সেই ক্লাবের যুব দলে যোগ দেয়ার পর সিনিয়র দলেও দুই মৌসুমে খেলে ২০০৭ সালে রোজারিও ছেড়ে বেনফিকায় যোগ দিয়েছিলেন মারিয়া।
রোজারিও থেকে স্পেনে পাড়ি জমান মারিয়া। সেখানে রিয়াল মাদ্রিদে কাটান পাঁচ মৌসুম। ক্লাবটির হয়ে বেশকিছু শিরোপা জিতেছেন তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি, জুভেন্টাসের মতো ক্লাবে খেলার পর এবার আবার জন্মস্থানে ফিরলেন তিনি।
তবে বেনফিকার হয়ে আগামী মাসে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে খেলবেন ডি মারিয়া। এরপর রোজারিও সেন্ট্রালে যোগ দেবেন আর্জেন্টিনার এই তারকা। পর্তুগিজ ক্লাবটি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে, ক্লাব বিশ্বকাপে খেলছেন ডি মারিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় রোজারিওতে ফেরার ঘোষণা দেন মারিয়া। সেই ভিডিওতে মারিয়া বলেন, 'আমাদের গল্প এখনও লেখার আরও অনেক পৃষ্ঠা বাকি।'
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]