
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হতে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ডাচ বাংলা ব্যাংক। বিপিএল সহযোগী স্পন্সর হিসেবেও থাকছে ডাচ বাংলা ব্যাংকের দুটি মোবাইল ব্যাংকিং শাখা রকেট এবং নেক্সাসপে।
৬ নভেম্বর, বুধবার মিরপুরের হোম অব ক্রিকেটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিপিএলের পৃষ্ঠপোষক হওয়ার ঘোষণা দেয় দেশের জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।
এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম মোহাম্মদ শিরিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিপিএলের ১১তম আসরে তিনটি নতুনসহ ৭টি দল অংশগ্রহণ করবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষ হবে পরের বছরের ৭ ফেব্রুয়ারি।
এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। পুরনো দলের মধ্যে নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]