
হংকং ইন্টারন্যাশনাল সিক্সস-এর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে চলে গেছে শ্রীলঙ্কা। ফলে বাংলাদেশকে বিদায় নিতে হলো। সাইফুদ্দিনদের বিপক্ষে ১ বল হাতে রেখে ৩ উইকেটের জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লঙ্কানরা।
প্রতি দলে ৬ জনের টুর্নামেন্টের প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে পাকিস্তান।
৩ অক্টোবর, রবিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১০৩ রান করে বাংলাদেশ। ওপেনার জিসান আলম ৫ ছক্কায় ১১ বলে ৩৬ রান করেন। ৪ বলে ১৬ রান নেন আরেক ওপেনার আব্দুল্লাহ আল মামুন।
১২ বলে ২৩ রান তোলেন অধিনায়ক মোহাম্মদ সাইফউদ্দিন। ৬ বলে ১৮ রান নেন আবু হায়দার রনি।
১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বলে ৫০ রান করে ‘আহত অবসরে’ যান সান্দুন উইরেকোডি। ধনাঞ্জয়া লাকশান নেন ৬ বলে ২৪ রান।
শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। প্রথম দুই বলে ৩ রান দেন পেসার আব্দুল্লাহ আল মামুন। তৃতীয় বলে চার আর চতুর্থ ডেলিবারিতে ছক্কা হজম করে ম্যাচ হাতছাড়া করেন ডানহাতি পেসার। পরের বলে লেগ বাইয়ে দৌড়ে ১ রান নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন নিমেশ বিমুখথি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]