অধিনায়কত্বের গুঞ্জন, আফগানিস্তান যাওয়ার আগে যা বললেন হৃদয়
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৯:১৪
অধিনায়কত্বের গুঞ্জন, আফগানিস্তান যাওয়ার আগে যা বললেন হৃদয়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফর্মহীনতায় ভুগছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমতাবস্থায় তিনি অধিনায়কত্ব ছাড়তে চাইলেও আপাতত তার ওপরই আস্থা রাখছে বিসিবি। আসন্ন আফগানিস্তান সিরিজে তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। তবে সম্ভাব্য অধিনায়ক হিসেবে এরই মধ্যে কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে দলের অন্যতম ব্যাটার তাওহিদ হৃদয়ের নামও রয়েছে।


গুঞ্জন রয়েছে, শান্ত আনুষ্ঠানিকভাবে সরে গেলে হৃদয়কে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হতে পারে।


২ নভেম্বর, শনিবার আফগানিস্তান সিরিজ খেলতে দলের একাংশ আমিরাতের বিমানে চড়ছেন। তাদের মধ্যে তাওহিদ হৃদয়ও আছেন। বিমানবন্দরে যাওয়ার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি।


অধিনায়কত্বের বিষয়ে করা প্রশ্নে হৃদয় বলেন, ‘এ বিষয়ে (অধিনায়কত্ব) বিসিবি সিদ্ধান্ত দেবে। আমার হাতে কিছু নেই। আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া উচিত। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’


তবে যদি বিসিবি তাকে যোগ্য মনে করে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে তিনি নিজে কতটা প্রস্তুত। প্রশ্নটি পুরোপুরি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন হৃদয়, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাইছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’


দীর্ঘ আট মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আবহে ঢুকবে দল।


ওয়ানডেতে বাংলাদেশের ভালো করার ব্যাপারে আশাবাদী হৃদয় বলেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com