
জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বেই আসন্ন আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ সিরিজের পর তাকে আর নেতৃত্বে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে। কে হচ্ছেন নতুন অধিনায়ক? আর এই প্রশ্নের আলোচনা এসেছে দলের অন্যতম সিনিয়র পেস বোলার তাসকিন আহমেদের নামও।
শুক্রবার (১ অক্টোবর) অধিনায়কত্বের প্রশ্নে সাংবাদিকদের মুখোমুখি হন জাতীয় দলের সাবেক নির্বাচক হাবিবুল বাশার।
তিনি বলেন, আমরা অনেককেই ভাবি যে, সে অধিনায়কত্বের জন্য খুব ভালো। দায়িত্ব পালনের পর বোঝা যায় সে অধিনায়কত্বে কতখানি ভালো, আর কতখানি যোগ্য। আবার অনেককে ভাবি যে, ও হয়তো অধিনায়কত্বের জন্য অতটা যোগ্য নয়, দায়িত্ব পালনে দেখা যায় সেই অনেক ভালো করছে।
তাসকিনের অধিনায়কত্ব প্রসঙ্গে বাশার বলেন, তাসকিন অনেক সিনিয়র খেলোয়াড়। অনেক দিন ধরে খেলছে। তাসকিনকে নিয়ে একটু চিন্তা হচ্ছে সে চোটপ্রবণ। কিন্তু প্যাট কামিন্স তো অধিনায়কত্ব করছে।
শান্তর বিষয়ে বিসিবি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে দ্রুতই শান্তর বিকল্প ঠিক করতে চায় বিসিবি।
এ ব্যাপারে বাশার বলেন, ‘আমার মনে হয় আমরা যাকেই করি, আমাদের সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে নেওয়া উচিত। যাকেই নিই, আমরা যেন একটু লম্বা সময়ের জন্য নিই। কারণ দল হিসেবে আমরা ধারাবাহিক নই। অধিনায়কত্বে ধারাবাহিকতা রাখা গুরুত্বপূর্ণ।’
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে নেই সাকিব আল হাসান। ছিলেন না ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও। এমন অবস্থায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে গিয়েছে কিনা সেই প্রসঙ্গে বাশার বলেন, ‘এটা আলোচনার বিষয়। এটা আমরা সামনের দিকে তাকিয়ে দেখব সামনে কি হয়। এই মুহূর্তে যারা দলে আছে তাদের নিয়ে চিন্তা করা উচিত।’
‘তিনি আরো বলেন, আমরা যদি অন্য কেউ আসলে ভালো করব, সে না আসলে খারাপ করব- এটা আমাদের মাথা থেকে দূর করে দেওয়া উচিত। আমাদের যা আছে তা নিয়েই পরিকল্পনা করা উচিত।’
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]