‘এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতো’: সাবিনা খাতুন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৮:২২
‘এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতো’: সাবিনা খাতুন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

নারী সাফ চ্যাম্পিয়নশীপে প্রতিপক্ষ স্বাগতিক নেপালকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল বাংলাদেশ। বাংলার বাঘিনীদের এমন সাফল্যে দেশ জুড়ে চলছে উচ্ছ্বাস।


৩১ অক্টোবর, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা। এসময় বাংলাদেশ দলকে বরণ করে নিতে বিমানবন্দরে প্রস্তুত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।


বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের সামনে কথা বলেন কোচ বাটলার আর অধিনায়ক সাবিনা খাতুন। কোচ পিটার জেমস বাটলার বলেন, ‘মেয়েদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি। বাংলাদেশ টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে। যা দেশের মানুষকে আনন্দ দিয়েছে, মুখে হাসি ফুটিয়েছে।’


এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘নতুন ও পুরাতন কমিটির সবাইকে ধন্যবাদ। দলের সঙ্গে যারা সম্পৃক্ত এবং দলের সকল সদস্য সবাই অনেক আপ্লুত। আমাদের সাবেক সভাপতি সালাউদ্দিন সাহেব এবং তাবিথ আউয়াল স্যারসহ নতুন যে কমিটি আছে, এছাড়াও আমাদের সঙ্গে যারা আছেন, সকলের দোয়া এবং সমর্থনের কারণেই ব্যাক-টু-ব্যাক শিরোপা জিততে পেরেছি। অবশ্যই আপনাদের সকলের দোয়া ছাড়া এটা সম্ভব হতো না।’


সাবিনা এরপরই জানান নিজের অনুভূতির কথা, ‘দ্বিতীয়বারের মতো এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতোই লাগছে। এতো মানুষের সমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটুকু ভালোবাসে। সকলের প্রতি আমার অনেক দোয়া এবং ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মেয়েদেরকে, যারা এভাবে শুরু থেকে শেষপর্যন্ত কঠোর পরিশ্রম করেছে। ধন্যবাদ সবাইকে।’


এদিন বিমানবন্দরে সাবিনা, ঋতুদের জন্য একটি ছাদখোলা বাস আগে থেকেই তৈরি ছিল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেই বাসে চেপেই এক্সপ্রেসওয়ে ধরে মতিঝিলের বাফুফে ভবনের দিকে রওনা হয়েছেন তারা। এসময় রাস্তার দু’ধারে হাজার-হাজার ভক্ত সমর্থকরা দু’হাত নেড়ে উল্লাস ও আনন্দ প্রকাশ করে। চ্যাম্পিয়নদের তারা মনে করিয়ে দেয় তাদের অর্জনে কতটা খুশি ও গর্বিত।


রুট অনুযায়ী বিমাবন্দর থেকে চ্যাম্পিয়ন মেয়েদেরকে নিয়ে এক্সপ্রেসওয়েতে উঠবে ছাদখোলা বাসটি। এরপর এফডিসি মোড়ে নেমে সাত রাস্তার মোড় হয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল হয়ে পল্টন নামবে। এরপর নটরডেম কলেজের সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে নামবেন সাবিনা-রুপনারা।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com