একেরপর এক উইকেট বিলিয়ে দিয়ে
ইনিংস ব্যবধানে হারার দ্বারপ্রান্তে শান্তবাহিনী
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৫:৫৭
ইনিংস ব্যবধানে হারার দ্বারপ্রান্তে শান্তবাহিনী
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর কথা ছিলো টাইগারদের। যেখানে চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা, সেই একই পিচে ব্যাট করতে নেমে খেই হারিয়ে ফেলছে শান্তবাহিনী। ফলে প্রথম ইনিংসে ফলোঅন এড়াতে না পেরে আবারো দ্বিতীয় ইনিংস শুরু করেছে বাংলাদেশ। তবে এবারো ব্যর্থ হলেন ব্যাটাররা। ইনিংস ব্যবধানে হারা যেনো এখন সময়ের ব্যাপার।


এ রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৭৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে মুমিনুল-শান্তরা। ইনিংস ব্যবধান এড়াতে আরো ৩৩৮ রান প্রয়োজন।


প্রথম ইনিংসে ৮২ রান করা মুমিনুল দ্বিতীয় ইনিংসে ডাক মেরেছেন। সবশেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৫ বলে ৩৬ রান করেছেন। বাকিদের মধ্যে মাহমুদুল জয় ১১, সাদমান ৬, জাকির হাসান ৭, মুশফিক ২ এবং মেহেদী মিরাজ ৬ রান করে সাজঘরে ফেরেন।


৩১ অক্টোবর, বৃহস্পতিবার নিজেদের প্রথম ইনিংসে ৪৫ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান করেছে বাংলাদেশ। ৪১৬ রানে পিছিয়ে থেকে স্বাগতিকরা ফলোঅনে পড়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে।


এর আগে, তৃতীয় দিনের শুরুতে আগের দিনের ৪ উইকেটে ৩৮ রান নিয়ে ব্যাট করতে নামে দুই ব্যাটার। দিন বদলালেও বাংলাদেশের পারফরম্যান্সে বদল আসেনি। আজ আর ১০ রান যোগ করতেই আরো চার ব্যাটারকে হারিয়েছে তারা। সবমিলিয়ে দলীয় ফিফটির আগেই সাজঘরে ফিরেছেন ৮ ব্যাটার।


গতকালের দুই অপরাজিত ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক আজ দিনের শুরু করেন। ব্যাট হাতে অফফর্মে থাকা বাংলাদেশ ক্যাপ্টেন সকালে বেশিক্ষণ টিকতে পারলেন না। কাগিসো রাবাদার বাইরে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়েছেন। তিনি ফিরেছেন ৯ রানে।


অভিজ্ঞ মুশফিক উইকেটে এলেন আর গেলেন। মাঝে টিকতে পেরেছেন কেবল ২ বল। ড্যান প্যাটারসনের বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন তিনি। মুশফিক ডাক খেয়ে ফিরলে উইকেটে আসেন মেহেদি হাসান মিরাজ। ইনফর্ম এই ব্যাটার ৩ বল খেলে ১ রানের বেশি করতে পারেননি।


মিরাজ ফেরার এক বল পরই মাহিদুল ইসলাম অঙ্কনকেও ফিরিয়েছেন রাবাদা। অভিষেক ইনিংসে সিলভার ডাক খেয়েছেন তিনি। তাতে ৪ উইকেটে ৪৬ থেকে ২ রান যোগ করতেই আরো ৪ উইকেট হারায় বাংলাদেশ। অঙ্কনকে আউট করে ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন রাবাদা।


৪৮ রানে ৮ উইকেট হারানোর পর দলকে খাদের কিনারা থেকে টেনে তুলার চেষ্টা করেন মুমিনুল ও তাইজুল। দুজনে মিলে নবম উইকেট জুটিতে ১০৩ রান যোগ করেছেন তারা। মুমিনুল ৭৬ বলে ফিফটি স্পর্শ করেছেন। এগোচ্ছিলেন শতকের পথে। তবে কাটা পড়েন ৮২ রান করে।


এরপর তাইজুলও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৫ বলে ৩০ রান করেছেন তিনি। সবমিলিয়ে ফলোঅন এড়াতে পারেনি বাংলাদেশ।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com