
সাফ নারী চ্যাম্পিয়নশীপে ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলো। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফের টানা দ্বিতীয় শিরোপা জয়ের কৃতিত্ব দেখালো।
৩০ অক্টোবর, বুধবার নেপালের দশরথ স্টেডিয়ামে সাফের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এদিন প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকবার আক্রমণে ওঠে। তবে বিরতি পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ায় বাংলাদেশ। ৫১ মিনিটে ফরোয়ার্ড তহুরা ও অধিনায়ক সাবিনার দারুণ সমন্বয়ে বল পেয়ে যান মনিকা চাকমা। তার নিখুঁত প্লেসিংয়ে বল জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।
তবে ৫৪ মিনিটে মধ্যমাঠ থেকে থ্রু পাসে আমিশা কার্কি গোল করে নেপালকে সমতায় ফেরান। এ গোলের পর প্রায় ২০ হাজার নেপালি দর্শকের উচ্ছ্বাসে স্টেডিয়াম গর্জে ওঠে।
সমতা ফেরানোর পরও দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ৬৭ মিনিটে বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দার শট নেপাল গোলরক্ষক রুখে দেন। অন্যদিকে নেপালও দুইবার প্রতি-আক্রমণে গিয়ে ব্যর্থ হয়।
শেষ পর্যন্ত ৮২ মিনিটে বাঁ প্রান্ত থেকে মাসুরার থ্রো-ইন থেকে বল পান ঋতুপর্ণা চাকমা। বক্সের বাইরে থেকে নেওয়া তার জোরালো শটে নেপালের গোলরক্ষক বল ছুঁলেও জালে প্রবেশ করে। এই গোলে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ।
এরপর নেপাল আর কোনো গোল করতে না পারলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]