
টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন এক নম্বরে ছিলেন বাংলাদেশের পোস্টারবয় খ্যাত সাকিব আল হাসান। যদিও সেই শীর্ষস্থান বেশ আগেই হারিয়েছেন তিনি। এবার তাকে পেছনে ফেললেন বাংলাদেশেরই আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
৩০ অক্টোবর, বুধবার প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্ট অলরাউন্ডারদের মধ্যে দুই ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন মিরাজ। আর এক ধাপ নিচে নেমে সাকিব আছেন চার নম্বরে।
লাল বলে অলরাউন্ডারদের মধ্যে সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা, দুইয়ে তার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।
এদিকে, বোলিংয়ে র্যাঙ্কিং পেছালেও ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯৭ রানের ইনিংস খেলা মিরাজ। বোলিংয়ে দুই ধাপ পিছিয়ে ২১ নম্বরে এখন মিরাজ। তবে ব্যাটিংয়ে ৯ ধাপ এগিয়ে তিনি আছেন ৬৩ নম্বরে।
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে সবার ওপরে তাইজুল ইসলাম। তিন ধাপ এগিয়ে ১৮ নম্বরে এই বাঁহাতি স্পিনার। বোলারদের মধ্যে সবার ওপরে মিরপুর টেস্টে বাংলাদেশকে বিধ্বস্ত করা কাগিসো রাবাদা। ২০১৮ সালে টেস্ট র্যাঙ্কিংয়ের চূড়ায় উঠে প্রায় এক বছর রাজত্ব ধরে রেখেছিলেন রাবাদা। পাঁচ বছর পর আবারও শীর্ষে উঠলেন তিনি।
মিরপুরে প্রথম ইনিংসে ৩ উইকেট পান রাবাদা। আর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটারদের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়ে ৪৬ রানের বিনিময়ে ৬ উইকেট নেন। ম্যাচে তার প্রাপ্তি ৭২ রানে ৯ উইকেট। উপমহাদেশের বাইরের কোনো পেসারের জন্য মিরপুরে সেরা বোলিং এটিই।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]