তাইজুলের ৫ উইকেট প্রাপ্তির দিনে প্রোটিয়াদের রান পাহাড়
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:১৬
তাইজুলের ৫ উইকেট প্রাপ্তির দিনে প্রোটিয়াদের রান পাহাড়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে দক্ষিণ আফ্রিকা। টেস্টের প্রথম দিন মাত্র দুই উইকেট পড়ে তাদের। তবে দ্বিতীয় দিনে বোলিংয়ে ব্যাক্তিগত সাফল্য অর্জন করেছেন তাইজুল ইসলাম। প্রোটিয়াদের ৬ উইকেটের ৫টিই নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার।


৩০ অক্টোবর, বুধবার টেস্টের দ্বিতীয় দিনে চা-বিরতির আগ পর্যন্ত ৬ উইকেটে ৫২৭ রানে ব্যাট করছে সফরকারীরা। ক্রিজে ওয়েইন মুল্ডার (১১৫ বলে ৭৮*) এবং সেনুরান মাথুসামি (৫৫ বলে ৪৭) রানে ব্যাট করছেন।


এদিন ৯৯তম ওভারে ডেভিড বেডিংহামকে বোল্ড করে দ্বিতীয় দিনের প্রথম সাফল্য এনে দেন তাইজুল। ১০১তম ওভারে এসে ফেরান সেঞ্চুরিয়ান ডি জর্জিকে। ১০৩ তম ওভারে কাইল ভেরেইনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে পূর্ণ করেন ৫ উইকেট। গতকাল তাইজুল শিকার করেছিলেন ২ উইকেট। ৬ষ্ঠ উইকেটটি নিয়েছেন নাহিদ রানা। রায়ান রিকেলটনকে সাজঘরে পাঠান তিনি।


অর্থ্যাৎ, প্রোটিয়া ইনিংসে পতন হওয়া ৫ উইকেটের ৫টিই শিকার করেছেন তাইজুল। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে চট্টগ্রামের এই ভেন্যুতে ৫০ উইকেট নিয়েছেন তিনি। এখানে সর্বোচ্চ ৬৮ উইকেট সাকিব আল হাসানের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাইজুল নেন ৮ উইকেট।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com