দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১২:০৩
দুর্দান্ত ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার রানের পাহাড়
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিরপুর টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। তবে প্রথম ব্যাট হাতে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছিল টাইগাররা।


কিন্তু দ্বিতীয় টেস্টে আগে ব্যাট করেই বাজিমাত করেছে দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিংয়ে রান পাহাড় তৈরি করছে প্রোটিয়ারা।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৬ ওভারে ২ উইকেট হারিয়ে রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ৭০ বলে ৫০ রান এবং ২৫৬ বলে ১৬৬ রানে ব্যাট করছেন টনি ডে জর্জি।


বুধবার (৩০ অক্টোবর) দ্বিতীয় দিনেও দুর্দান্ত শুরু করে আগের দিনে ২৫ রান করা ডেভিড বেডিংহ্যাম এবং ১৪১ রানে অপরাজিত থাকা টনি ডে জর্জি। ২৩৫ বলে নিজের ১৫০ রান পূরণ করেন জর্জি।


অপর প্রান্ত থেকে ৭০ বলে ফিফটি তুলে নেন বেডিংহ্যাম। দুজনের ব্যাটে ভর করে ৩৫০ ছাড়িয়েছে প্রোটিয়াদের রান।


উল্লেখ্য, প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টনি ডে জর্জি। এখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করেছে দুই দল।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com