বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা, টাইগারদের প্রাপ্তি ২ উইকেট
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৫০
বড় সংগ্রহের পথে প্রোটিয়ারা, টাইগারদের প্রাপ্তি ২ উইকেট
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে মাত্র ২ উইকেটে ৩০৭ রান তুলে ফেলেছে প্রোটিয়ারা। এতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের পথে রয়েছে সফরকারী দলটি। ওপেনার টনি ডি জর্জি ১৪১ রানে এখনও অপরাজিত আছেন।


২৯ অক্টোবর, মঙ্গলবার চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।


প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং টনি ডি জর্জি ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছেন। এখান থেকেই বুধবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল।


এদিন ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম এবং টনি ডে জর্জি। দুজনের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৫৫ বলে ৩৩ রান করে তাইজুলের প্রথম শিকার হন মারক্রাম।


তৃতীয় উইকেটে ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার জর্জি। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ১০৯ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনে মাঠে নেমেই ফিফটি তুলে নেন টনি ডে। অপর প্রান্ত থেকে ১০৭ বলে ফিফটি তুলে নেন স্টাবস।


নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন জর্জি। এই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এতে দ্বিতীয় সেশনে ২৮ ওভার ব্যাট করে ৯৬ রান তুলতে পারে সফরকারীরা। তৃতীয় সেশনেও বোলিংয়ে আলো ছড়াতে পারেনি টাইগার বোলাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্টাবসও।


এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ১৯৮ বলে ১০৬ রান করে তাইজুলের দ্বিতীয় শিকার হন এই ডানহাতি ব্যাটার। এতে জর্জি এবং স্টাবসের মধ্যকার ২০১ রানে জুটি ভাঙে। এরপর জর্জিকে সঙ্গ দেন বেডিংহ্যাম।


শেষ পর্যন্ত ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং টনি ডে জর্জির ২১১ বলের অপরাজিত ১৪১ রানে ভর করে ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। আলো কমে যাওয়ায় দিনের নির্ধারিত ওভারের থেকে ৯ ওভার আগে খেলা সমাপ্ত ঘোষণা করেন আম্পায়ার।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com