
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে মার্করামের উইকেট পেলেও দ্বিতীয় সেশনে কোনো সফলতা পায়নি বাংলাদেশ। টাইগার বোলারদের উইকেট খরার দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণ আফ্রিকার অপর ওপেনার টনি ডি জর্জি। হাফ সেঞ্চুরি করে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন অপর ব্যাটার ত্রিস্টান স্টাবস।
ডি জর্জির সেঞ্চুরিতে ১ উইকেটে ২০৫ রান করে চা বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা। বিরতির পর আবারো ব্যাট করতে নামেন দুই ব্যাটার। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৫৯ ওভারে ২১৮ রানে ব্যাট করছে সফরকারীরা। টনি ডি জর্জি ১০২ রানে এবং ত্রিস্টান স্টাবস ৭৫ রানে ব্যাট করছেন।
২৯ অক্টোবর, মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট নিতে ১৮তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। সফরকারীদের দলীয় ৬৯ রানের মাথায় বহুল প্রতিক্ষিত উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম।
১৮তম ওভারের প্রথম বলে তাইজুলকে উড়িয়ে মারতে গিয়েছিলেন এইডেন মার্করাম। কিন্তু প্রোটিয়া ওপেনার ধরে পড়েন মুমিনুল হকের হাতে। ৫৫ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরত যান মার্করাম।
এরপর দ্বিতীয় উইকেটে স্টাবসকে নিয়ে ১৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০০ পার করেন ডি জর্জি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]