ক্রিকেটে পাকিস্তানকে বলা হয় ‘আনপ্রেডিক্টেবল টিম’। প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতে যাওয়া এবং জিততে যাওয়া বা ড্র করে ফেলার ম্যাচ হেরে যাওয়া যেন তাদের কাজ। তারই ধারাবাহিকতায় টেস্টে ক্রিকেটে এবার নতুন ইতিহাস লিখলো পাকিস্তান। এটা তাদের লজ্জার ইতিহাস বটে। ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে এ লজ্জার রেকর্ডের সাক্ষী হলো দলটি।
১১ অক্টোবর, শুক্রবার মুলতান টেস্টের পঞ্চম দিনে টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল ১ম ইনিংসে ৫০০+ রান করেও হেরে গেলো ইনিংস ব্যবধানে।
মুলতানে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিলো পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এতে ২৬৭ রানের লিড পায় ইংলিশরা। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২২০ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান। এতে ইনিংস ও ৪৭ রানের জয় পেয়েছে ইংল্যান্ড।
এশিয়ার দলের বিপক্ষে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জিতলো ইংল্যান্ড। এর আগে ১৯৭৬ সালে ভারতকে ইনিংস ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা।
মুলতানে পাকিস্তান টেস্ট ক্রিকেটের লজ্জাজনক হারের রেকর্ড করতে যাচ্ছে, তা অনুমান করা গেছে চতুর্থ দিনেই। ৮২ রানে ৬ উইকেট হারানোর পর মনে হয়েছে, এই টেস্ট পঞ্চম দিনেও গড়াবে না। যদিও সালমান আলি আগা ও আমের জামালের শতরানের জুটিতে সেটি হয়নি। কঠিন লড়াই করেও ইনিংস ব্যবধানে হার এড়াতে পারেনি জুটি।
আজ শুক্রবার পঞ্চম দিনের বাকি ৪টি উইকেট নিতে দেরি হয়নি ইংল্যান্ডের। জ্যাক লিচের ঘূর্ণিতে প্রথম সেশনেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন সালমান আগা। ৮৪ বলে ৬৩ রান করেন সালমান। এরপর ১০ রান করা শাহিন শাহ আফ্রিদিকেও নিজের হাতের ক্যাচ বানান লিচ। ইংলিশ স্পিনারের বলে স্টাম্পড হন নাসিম শাহ। অসুস্থ থাকায় মাঠে নামতে পারেননি শেষ ব্যাটার আবরার আহমেদ।
বোলিংয়ে ইংল্যান্ডের হয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩০ রানে ৪ উইকেট নেন লিচ। আর ২টি উইকেট শিকার করেন গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স।
বিবার্তা/এনএইচ