দেশে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত কেউ নেই: তামিম
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৫
দেশে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত কেউ নেই: তামিম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতসহ বিভিন্ন দেশে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন স্বদেশী সাবেক ক্রিকেটাররা। এরই প্রেক্ষিতে বাংলাদেশ দলকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করে আনতে বর্তমান কোচ হাতুরুসিংহেকে বিদায় করে দেশি কোচ নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন ক্রিকেটভক্তরা। তবে তামিম ইকবাল বললেন ভিন্ন কথা। তার মতে, টাইগারদের হেড কোচ হওয়ার মতো যোগ্য কেউ এখনও তৈরি হয়নি বাংলাদেশে।


৯ অক্টোবর, বুধবার ভারতে ক্রিকেট সাময়িকী স্পোর্টস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তামিম।


তামিম বলেন, আমার মনে হয় না, প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ বাংলাদেশে এখন আছে। এখন এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন। কিন্তু আমার মনে হয় না, তারা জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উপযুক্ত।


বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাউদ্দিন। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে বেশ কয়েকবার প্রস্তাব দেওয়া হলেও, তিনি কাজ করতে চাননি। কারণ, দীর্ঘ দিন ধরে হেড কোচ হিসেবে কাজ করায় তিনি কারো অধীনে কাজ করতে রাজি হননি।


তবে দেশি কোচদের প্রাধান্য দেওয়া নিয়ে দেশসেরা এই ওপেনার বলেন, বাংলাদেশ দলের কোচিং স্টাফে ৭০: ৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচ পদে একজন বিদেশি ও তার সঙ্গে বড়জোর আরও দুজন বিদেশি কোচ থাকতে পারেন। সহকারী কোচ পদে বাকি ৭০ শতাংশ বাংলাদেশি নিয়োগ করা উচিত। তাতে স্থানীয় কোচদের গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে এবং একদিন তারা প্রধান কোচ হতে পারবেন।


নতুন কোচ পাওয়া নিয়ে তামিম বলেন, বাংলাদেশের বড় নামের পেছনে ছোটা বন্ধ করা উচিত। কারণ, বিখ্যাত সবাই দলের জন্য ভালো কোচ হয় না। বাংলাদেশ ক্রিকেটের জন্য কারা মানানসই, সেটা তাদের (বিসিবি) খুঁজে বের করতে হবে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com