
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা আনতে দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচে বাংলাদেশ জয় না পেলে ভারত এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিবে।
৯ অক্টোবর, বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
এর আগে, গোয়ালিয়রে প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভারতকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। ৪৯ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ভারত। এতে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
ভারতের বিপক্ষে এখনও পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৫ টি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে ১৪টিতেই জয় পেয়েছে ভারত। বিপরীতে বাংলাদেশের জয় ১টি।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]