
টি-টোয়েন্টি ক্রিকেটের উন্মাদনা বাড়াতে প্রায়শই যুক্ত করা হয়েছে নতুন সব নিয়ম। যার শুরুটা হয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হাত ধরে। তবে টি-টোয়েন্টির রোমাঞ্চকে বাড়িয়ে নিতে পাওয়ার প্লে’র নিয়মে কিঞ্চিৎ পরিবর্তনের উদ্যোগ নিয়েছে শ্রীলংকা ক্রিকেট। এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) যুক্ত করা হচ্ছে নতুন এক নিয়ম। এলপিএলের এবারের মৌসুম থেকে দেখা যাবে পাওয়ার ব্লাস্ট ওভার্স।
২৭ জুন, বৃহস্পতিবার এক বিবৃতিতে পাওয়ার প্লে’র নিয়মে পরিবর্তনের এই তথ্য জানিয়েছে এলপিএল কর্তৃপক্ষ।
স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত প্রথম ৬ ওভারকে পাওয়ার প্লে হিসেবে ধরা হয়। যেখানে বোলারদের তুলনায় ব্যাটাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। কারণ পাওয়ার-প্লের সময় কেবল মাত্র দুজন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারেন। যার ফলে ব্যাটাররা ৩০ গজ পার করতে পারলেই অনায়াসে রান নিতে পারেন।
পাওয়ার-প্লে শেষ হতেই অধিনায়ক চাইলে ৫ জন ফিল্ডারকে ৩০ গজের বাইরে রাখতে পারেন। কোন জরিমানার মুখে না পড়লে বাকি ১৪ ওভারের জন্য এমন নিয়ম বহাল থাকে।
তবে লংকা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে ৬ নয়, বরং পাওয়ার প্লে হতে যাচ্ছে ৮ ওভার।
প্রথম ৬ ওভারের সঙ্গে ইনিংসের ১৬ ও ১৭ তম ওভারকেও পাওয়ার প্লে’র অন্তর্ভুক্ত করছে এলপিএল কর্তৃপক্ষ। ডেথ ওভারে নতুন এই পাওয়ার প্লে’র নাম তারা দিয়েছে পাওয়ার ব্লাস্টার ওভার।
সাধারণত প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে’র সময় ৩০ গজ বৃত্তের বাইরে দুজন ফিল্ডার থাকেন। তবে ডেথ ওভারে যে নতুন পাওয়ার প্লে নিয়ে এসেছে এলপিএল, সেখানে বৃত্তের বাইরে চারজন ফিল্ডার থাকবেন।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে অনেক নতুন নিয়ম আনা হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) স্ট্র্যাটেজিক টাইম আউট ইমপ্যাক্ট সাব সহ আরও কিছু নতুন বিষয় যুক্ত করেছে।
পাওয়ার প্লে’র নতুন নিয়মের বিষয়ে দেওয়া বিবৃতিতে এলপিএল টুর্নামেন্টের ডিরেক্টর সামান্থা দুদানওয়েলা জানিয়েছেন, লিগে বাড়তি উত্তেজনা তৈরি করতে আমরা সৃজনশীল এই নিয়ম আনার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে আমরা ক্রিকেট ভক্তদের মাঝে নতুন করে রোমাঞ্চ ছড়িয়ে দিতে চাই এবং ওই ওভারগুলোকে (১৬ ও ১৭তম) দলগুলো কীভাবে কাজে লাগাবে সেজন্য তাদের আরও কার্যকরী কৌশল প্রয়োগ করতে হবে।
এর আগে বিগ ব্যাশে দেখা গেছে বেশ কয়েকটি নিয়ম। যেখানে ছিল 'পাওয়ার সার্জ', 'এক্স-ফ্যাক্টর নামের নিয়মগুলো। এ ছাড়া আইপিএলে দেখা গেছে সুপার সাব। যার ফলে চাইলে একজন বাড়তি ব্যাটার বা বোলার খেলানোর সুযোগ ছিল ফ্র্যাঞ্চাইজিদের হাতে। যা নিয়ে অবশ্য রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো ক্রিকেটাররা আপত্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আগামী ১ থেকে ২১ জুলাই পর্যন্ত ২০২৪ এলপিএল আসর অনুষ্ঠিত হবে। যেখানে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ২০টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর তিনটি প্লে-অফ এবং ফাইনাল দিয়ে টুর্নামেন্ট শেষ হবে।
এলপিএলের এবারের আসরে ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলবেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়। আর কলম্বো স্ট্রাইকার্সের জার্সি গায়ে চড়াবেন পেসার তাসকিন আহমেদ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]