বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৮:০৮
বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা দল অস্ট্রেলিয়া এখন ঢাকায়।


৪ জুন, মঙ্গলবার দুপুরে পা রেখেছে ঢাকায়। আগামী ৬ জুন রাজধানীর কিংস অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে তারা।


বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে অস্ট্রেলিয়া দল উঠেছে হোটেল লা মেরিডিয়ানে। আজ দলটির কোনো অনুশীলন নেই।


আগামীকাল বুধবার (৭ জুন) এক সেশন অনুশীলন করে পরের দিন বিকেলে ম্যাচ খেলবে তারা। এরপর রাতেই দেশে ফিরে যাবে অস্ট্রেলিয়া। ১১ জুন ঘরের মাঠ পার্থে তারা খেলবে ফিলিস্তিনের বিপক্ষে।


এবারের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া। ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট তাদের। গত নভেম্বরে মেলবোর্নে বাংলাদেশকে হোম ম্যাচে ৭-০ গোলে বিধ্বস্ত করে তারা।


বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার চতুর্থ ম্যাচ এটি। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশকে দুই ম্যাচে ৪-০ ও ৫-০ গোলে হারিয়েছিল ৬ টি বিশ্বকাপ খেলা দেশটি।


২০১৫ সালে এশিয়ান কাপ জেতা অস্ট্রেলিয়া বিশ্বকাপে খেলেছে ৬ বার। ১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল তারা। ২০০৬ ও ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব টপকে উঠেছিল শেষ ষোলোতে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com