
অবশেষে নিজের স্বপ্ন পূরণ করলেন কিলিয়ান এমবাপ্পে। তার চির আকাঙ্ক্ষিত ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।
সোমবার (৩ জুন) রাতে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, ক্লাবটিতে যোগ দিয়েছেন এমবাপ্পে। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন তিনি।
এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়া নিয়ে বিগত বছরগুলোতে হয়েছে অনেক নাটকীয়তা। দলবদলের সবগুলো মৌসুমেই নানা ধরনের গুঞ্জন ডালাপালা মেলেছে। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের দলে যোগ দেয়া হয়নি এমবাপ্পের।
সবশেষ ২০২২ সালে রিয়ালে যোগ দেয়া অনেকটাই নিশ্চিত করে ফেলেছিলেন এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত পিএসজির সঙ্গে আবার চুক্তি নবায়ন করেছিলেন তিনি। এরপর সদ্য শেষ হওয়া মৌসুম শুরুর আগেই ফরাসি এই তারকা ফুটবলার জানিয়ে দিয়েছিলেন যে পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না তিনি। ফলে এবার অন্তত তিনি রিয়ালে যোগ দিতে চলেছেন তা নিয়ে অনেকেই নিশ্চিত ছিলেন।
তবে ক্লাব ফুটবলে এখন যখন কাড়িকাড়ি অর্থের ঝনঝনানি, তাই আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবরে বিশ্বাস করতে পারছিলেন না রিয়ালের অনেক সমর্থক।
তবে সমর্থকদের সেই অপেক্ষার অবসান অবশেষে ঘটিয়েছে রিয়াল ও এমবাপ্পে। গতকাল রাতে এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে ঘোষণা করেছে রিয়াল। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি। এছাড়াও এমবাপ্পেকে রিয়ালে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে রিয়াল।
এদিকে রিয়ালে যোগ দেয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এমবাপ্পে নিজেও। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখেন, ‘একটা স্বপ্ন পূরণ হলো, নিজের স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে আমি অনেক আনন্দিত। কেউ বুঝতে পারবে না আমি আসলে কতটা আনন্দিত। মাদ্রিদিস্তারা, তোমাদের দেখার অপেক্ষায় আছি, সমর্থনের জন্য ধন্যবাদ, হালা মাদ্রিদ।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]