
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে নিউইয়র্কে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এটি ছিল মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। কিন্তু ঝালিয়ে নিতে গিয়ে পুড়ে গেল বাংলাদেশ দল। ব্যাটারদের ব্যর্থতায় ৬০ রানের হারের স্বাদ পেতে হয়েছে শান্তদের।
এদিকে প্রস্তুতি ম্যাচে বল হাতে লেগে আঘাত পাওয়া পেসার শরিফুল ইসলামের হাতে ৬টি সেলাই দিতে হয়েছে।
২ জুন, বাংলাদেশ দলের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন।
গতকাল নাসাউ ক্রিকেটে স্টেডিয়ামে ভারতীয় ব্যাটার হার্দিক পান্ডিয়ার একটি ফিরতি বল ঠেকাতে গিয়ে হাতে ব্যথা পান শরীফুল। চোট পাওয়ার আগে দুর্দান্ত বোলিং করেছিলেন বাঁহাতি পেসার। ৩.৫ বলে ২৬ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। পরে আর বল করতে পারেননি শরীফুল। তার হয়ে ওভারের শেষ ২ বল করেন অপর পেসার তানজিম হাসান সাকিব।
পরে শরিফুলের আঙুলের ক্ষতস্থানে ৬টি সেলাই দিতে হয়েছে। এতে করে বাঁহাতি এ পেসারের আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলা নিয়ে জাগলো সংশয়। টিম ম্যানেজমেন্ট থেকে এখনই কোনো তথ্য জানানো না হলেও শরিফুলের আঙুলের ক্ষত সারতে অন্তত ৮-১০ দিন লাগবে বলে ধারণা করা হচ্ছে।
তেমন হলে বিশ্বকাপে প্রথম ম্যাচটি মিস করবেন শরিফুল। তবে বাংলাদেশ দলের সাথে রিজার্ভ হিসেবে আছেন পেসার হাসান মাহমুদ। শরিফুলের চোট বড় হলে তাকেও দলে নিতে পারে বাংলাদেশ।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]