কোপা আমেরিকার সূচি প্রকাশ
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০১:১৪
কোপা আমেরিকার সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রকাশিত হলো কোপা আমেরিকার ৪৮তম আসরের সূচি। আগামী ২০ জুন লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ের পর্দা উঠবে। ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ২১ জুন থেকে শুরু হবে মূল প্রতিযোগিতা। এবারের আসরে প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।


এবারের প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ, মোট ১৬টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। এখন পর্যন্ত ১৪টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি দুটি দল এখনও ঠিক হয়নি। তবে গ্রুপ পর্বে আর্জেন্টিনার সাথে ব্রাজিলের ম্যাচ হবে না।


গ্রুপ এ- আর্জেন্টিনা, পেরু, চিলি, এবং যোগ্যতা অর্জনকারী দল (কানাডা/ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।


গ্রুপ বি- মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা।


গ্রুপ সি- যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানাম, বলিভিয়া।


গ্রুপ ডি- ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং যোগ্যতা অর্জনকারী দল (কোস্টারিকা/হন্ডুরাস)।


২১ জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে যোগ্যতা অর্জনকারী দল (কানাডা, ত্রিনিদাদ অথবা টোবাগো)।


তাদের পরের খেলা হবে ২৬ জুন। প্রতিপক্ষ চিলি। ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নেরা।


ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। ২৯ জুন প্যারাগুয়ে ও ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের বাকি দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।


প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে দিয়ে পাওয়া যাবে এবারের কোপার চ্যাম্পিয়ন দলকে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com