ফিলিপসের দুর্দান্ত বোলিং, চ্যালেঞ্জের মুখে নিউজিল্যান্ড
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১৫:১২
ফিলিপসের দুর্দান্ত বোলিং, চ্যালেঞ্জের মুখে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যারিয়ার সেরা বোলিং করেছেন ফিলিপস। তাতে অস্ট্রেলিয়া দুইশোর আগে অলআউট হলেও দ্বিতীয় ইনিংসে চ্যালেঞ্জের মুখে পড়েছে নিউজিল্যান্ড।


ওয়েলিংটনে প্রথম ইনিংসে ক্যামেরন গ্রিন ও জশ জ্যাজেলউডের কল্যাণে প্রথম ইনিংসে ৩৮৩ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। রান তাড়া করতে নেমে নিউ জিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭৯ রানে। তবে বড় লিড নিয়েই স্বস্তি পায়নি অস্ট্রেলিয়া।


দ্বিতীয় ইনিংসে ফিলিপসের ঘূর্ণিতে অস্ট্রেলিয়া করতে পারে ১৬৪। তাতে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৬৯ রান। জিততে হলে তাদেরকে করতে হবে আরও ২৫৮ রান, হাতে আছে ৭ উইকেট। ৩ উইকেট হারিয়ে ১১১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টিম সাউদির দল।


লক্ষ্যটা ছুঁতে হলে ঘরের মাঠে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার পাশাপাশি নিজেদের ইতিহাসেও রেকর্ড লক্ষ্য তাড়া করতে হবে নিউজিল্যান্ডকে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সর্বোচ্চ ৩২৪ রান তাড়া করে টেস্ট জিতেছে ১৯৯৪ সালে পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে।


১৩ রানে ২ উইকেট নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া দলীয় ফিফটির পর হারায় তৃতীয় উইকেট। নাইটওয়াচ ম্যান নাথান লায়ন ওয়ানডে স্টাইলে রান তুলে বিদায় নেন ৪১ রান করে। এরপর উসমান খাজাও (২৮) বিদায় নিলে বিপর্যয়ে পড়ে অজিরা।


সেখান থেকে ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেডের ব্যাটে ভর করে কোনো মতে দেড়শ পার করে অস্ট্রেলিয়া। গ্রিন ৩৪ ও হেড ২৯ রান করেন। এছাড়া দুই অঙ্কের কোটা পূরণ করেন মিচেল স্টার্ক। এই পেসার করেন ১২ রান।


নিউজিল্যান্ডের পক্ষে ফিলিপস দখল করেন ৫ উইকেট। ৩ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। ২ উইকেট ঝুলিতে পুরেন অধিনায়ক টিম সাউদি।


লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ১৫ রানের মাথায় টম লাথামকে হারায় নিউজিল্যান্ড। আলেক্স ক্যারির হাতে ধরা খাইয়ে তাকে বিদায় করেন লায়ন। এরপর উইল ইয়াং ও কেন উইলিয়ামসনও বেশিক্ষণ টিকতে পারেননি। হেড ও লায়নের স্পিনে ধরা খান এ দুজন।


তাতেই দিনের শেষভাগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। এখন তাদের সামনে চ্যালেঞ্জ। আগামীকাল সকালে ড্যারিল মিচেলকে নিয়ে ব্যাটিং করতে নামবেন রাচীন রবীন্দ্র।


সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
অস্ট্রেলিয়া: ৩৮৩ ও ৫১.১ ওভারে ১৬৪ (লায়ন ৪১, গ্রিন ৩৪, হেড ২৯, খাজা ২৮; ফিলিপস ৫/৪৫, হেনরি ৩/৩৬, সাউদি ২/৪৬)
নিউজিল্যান্ড: ১৭৯ ও ৪১ ওভারে ১১১/৩ (রবীন্দ্র ৫৬*, ইয়াং ১৫, মিচেল ১২*; লায়ন ২/২৭, হেড ১/১০)


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com