
বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামের একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতের এই অগ্নিকাণ্ডে বাড়ছে লাশের সারি। এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া দ্বগ্ধ চিকিৎসাধীনদের আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের প্রতি শোক জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মুশফিক, মিরাজ, তাসকিনসহ অনেক ক্রিকেটাররাই। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।
টাইগার ক্রিকেটারদের পর এবার বেইলি রোড ট্র্যাজেডি নিয়ে শোক প্রকাশ করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত-আহতদের প্রতি শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিজেদের অফিশিয়াল ফেইসবুক পেইজে একটি পোস্ট করেছে তারা।
সেখানে লিখেছে, বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমবেদনা জানাচ্ছে।
এর আগে এই ঘটনায় সোশ্যাল মিডিয়া পোস্ট করে শোক প্রকাশ করেছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদসহ আরও একাধিক জাতীয় দলের ক্রিকেটার।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]