চলতি বিপিএলে ‘ভুয়া ভুয়া’ স্লোগানটি ট্রেড মার্ক হয়ে দাঁড়িয়েছে। যার কারণে তামিম-সাকিব লড়াই বাড়তি গুরুত্ব পেয়েছে দর্শকদের কাছে। তবে টাইগার ক্রিকেটের সব থেকে বড় দুই তারকাকে ভুয়া বলাটা কোনোভাবেই মানতে পারেনি মুশফিকুর রহমান। এ নিয়ে মুখ খুলেছেন তিনি।
দ্বিতীয় সাকিবের রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে তামিমের বরিশাল। এই দুজনকে নিয়ে লড়াইকে মুশফিকুর রহিম কিভাবে দেখেন? সংবাদ সম্মেলেনে এই প্রশ্নের মুখোমুখি হন মুশফিক।
জবাবে তিনি বলেন, দুজনে দুই দিক থেকে বাংলাদেশের লিজেন্ড ক্রিকেটার। তাদেরকে নিয়ে যুদ্ধ দূরের কথা তাদের নিয়ে কথা বলাটা অনৈতিক। তারা যতটুকু বাংলাদেশের জন্য দিয়েছে এবং আরও দিবে। যারা কথা বলেন, ইভেন ভুয়া-ভুয়া বলেন, সাকিব আর তামিম যদি ভুয়া হয় তাহলে আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত।’
দুজনের লড়াই নিয়ে মুশফিক বলেন, সত্যি কথা বলতে এরকম বড় ম্যাচে যদি একজন লাইম লাইট নিয়ে থাকে সবচেয়ে রিলাক্স থাকা যায়। দুইজন দুজনের যুদ্ধ করবে, আমরা আমাদের মতো থাকবো। সত্যি কথা। দুজনই অনেক রিলাক্স ছিল, দুজনে ছিল দুজনের মতো, তারা দুজনে জানে তারা কত বড় কন্ট্রিবিউটর (অবদান রাখেন) তাদের নিজেদের টিমের জন্য।
আগামী শুক্রবার ফাইনালে কুমিল্লার বিপক্ষে লড়াই করবে বরিশাল।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]