বরিশালকে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:২৮
বরিশালকে হারিয়ে জয়ে ফিরল চট্টগ্রাম
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

টসে হেরে ব্যাট করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ ছিল বরিশালের টপ অর্ডার। তবুও এক প্রান্তে দাঁড়িয়ে থেকে চেষ্টা করেছেন তামিম ইকবাল।


তবে তার ধীরগতির ইনিংস জয়ের জন্য যথেষ্ট হয়নি, বরং প্রয়োজনীয় রান আর বলের মধ্যে পার্থক্য আরও বাড়িয়েছে। শেষ দিকে সেই সমীকরণ মেলাতে পারেননি কেউই। চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় বরিশালের ইনিংস থামে ১২৯ রানে। এতে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামের হয়ে ইনিংস শুরু করতে নামেন ওপেনার তানজিদ হাসান তামিম ও জশ ব্রাউন। এই দুই ওপেনারে ভালো শুরু পায় চট্টগ্রাম। তবে দল ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি তামিম। দলীয় ৩৯ রানে ১৯ বলে ১০ রান করে সাইফউদ্দিনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার। এরপর দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন টস ব্রুস।


তাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন ব্রাউন। এই দুই জনের ব্যাটে ৩২ রান যোগ করে। তবে দলীয় ৭১ রানে ব্রাউন আউট হলে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৮ রান করেন ব্রাউন। এরপর উইকেটে টিকে থাকলেও বেশ মন্থর ব্যাটিং করেন শাহাদাত হোসেন দীপু। দলীয় ১০৪ রানে যখন তিনি সাজঘরে ফেরেন, নামের পাশে তখন ২০ বলে ১৫ রান।


এদিকে বেশিক্ষণ টিকতে পারেননি নাজিবুল্লাহ জাদরান ও সৈকত আলীও। তবে একপাশে শেষ পর্যন্ত লড়ে গেছেন ব্রুস। তার তার ৫০ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশালের হয়ে বল হাতে সর্বোচ্চ দুই উইকেট নেন মোহাম্মদ ইমরান।


অপরদিকে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বরিশাল। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আহমেদ শেহজাদ। ১৬ রান করে এই পাকিস্তানি ওপেনার সাজঘরে ফিরলে ভাঙ্গে ২৮ রানের উদ্বোধনী জুটি।


তিনে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। একই পথে হেঁটেছেন চারে নামা মেহেদি হাসান মিরাজও। এই দুই ব্যাটারই ২ বল করে খেলে ডাক খেয়েছেন। দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ফিরেছেন ৯ রান করে।


এক প্রান্তে ব্যাটারদের এমন নিয়মিত আসা-যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল তামিম ইকবাল। এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেছেন তিনি। পেতে পারতেন আসরে তার প্রথম ফিফটির দেখাও। তবে ১ রানের জন্য মাইলফলক ছুঁতে পারেননি তিনি। ৪৬ বলে ৪৯ রান করেছেন অধিনায়ক।


তামিম ফেরার পর ম্যাচ থেকেই দূরে সরে যায় বরিশাল। শেষদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ১৮ বলে ৩০ রানের ইনিংস শুধুই ব্যবধান কমিয়েছে, জয়ের জন্য যথেষ্ট হয়নি।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com